কার্যনির্বাহী কমিটির প্রথম মিটিং সম্পন্ন

গত ১৯ মে ২০১৭ শুক্রবার কার্যনির্বাহী কমিটির প্রথম মিটিং-এ কমিটি নিন্মোক্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করেছেন,

ইফতার পার্টিঃ

এবারের ইফতার পার্টি রমজানের ২য় শুক্রবার (৯ জুন ২০১৭ তারিখ) আগের মত পলওয়েল কিংবা নতুন ভেনু আইছিছিবি তে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এবার সংগঠনের প্রসার করতে অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে  সদস্যদের শুভাকাঙ্ক্ষী, প্রতিষ্ঠিত ও অগ্রণী ব্যাক্তিদের আমন্ত্রন করার পরিকল্পনা রাখা হয়েছে।

অনুষ্ঠান আয়োজন করতে একটি নিন্মোক্ত সাব কমিটি প্রস্তাব ও তা পাশ হয়েছে। তা নিন্মরুপ,

হৃদয় হিরা (১ম ব্যাচ)
রুহুল আমিন রুবেল (১ম ব্যাচ)
মহিউদ্দিন আতিক (২য় ব্যাচ)
রাজিউর রহমান রাজু (২য় ব্যাচ)
মনিরুল ইসলাম (৩য় ব্যাচ)
শৈলেন শাহা (৩য় ব্যাচ)
প্রনব রায় (৪র্থ ব্যাচ)
কাওসার হামিদ (৪র্থ ব্যাচ)
আতিকুর রহমান (৫ম ব্যাচ)
ফজলে রাব্বি (৫ম ব্যাচ)

তার পাশাপাশি সহযোগি সদস্যদের মধ্যে সমন্বয় করবেন,
জহির মঞ্জু (৬ষ্ঠ ব্যাচ)
কামরুল ইসলাম (৬ষ্ঠ ব্যাচ)

সকল সদস্যদের এই মাসের ২৫ তারিখের মধ্যে সাব কমিটির বইয়াচ প্রতিনিধির সাথে যোগাযোগ করে অংশগ্রহন নিশ্চিত করতে বলা হচ্ছে।

Event Page

সদস্য ডিরেক্টরিঃ

ইফতার পার্টিতে সংগঠনের ডিরেক্টরি পুস্তক আকারে প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে। ২৫ তারিখ পর্যন্ত যারা সদস্য হবে তাদের নাম ডিরেক্টরিতে প্রকাশ হবে। ডিরেক্টরি পুস্তক সমন্বয় করার জন্য একটি সাব কমিটি গঠন করা হয়েছে।

সাইদুল করিম রিয়াজ (১ম ব্যাচ)
মাজহারুল ইসলাম কিরন (২য় ব্যাচ)
জাহিদুল ইসলাম জাহিদ (৩য় ব্যাচ)
শাহ-আলম সবুজ (৪র্থ ব্যাচ)
দোলন ভোমিক (৫ম ব্যাচ)

টেকনা এর অনলাইন ডিরেক্টরি থেকে পুস্তক আকারে প্রকাশ হবে। তাই সকল সদস্যদের ২৫ তারিখের মধ্যে তাদের কোন তথ্য হালনাগাদ করতে হলে উপরোক্ত সা-কমিটির সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে।

আপনার তথ্য দেখার জন্য অনলাইন ডিরেক্টরিটি এখানে পাবেন।

https://my.tecnaa.com/members/

Related Articles

কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা বিবরণী

কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা বিবরণী: তারিখ: ২০ অক্টোবর ২০১৭ ১. বি এস সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পোগ্রামের দশ বছর পূর্তি ও হল ডে উপলক্ষে অনুষ্ঠান…

নির্বাচনী উত্তেজনায় টেকনা

নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্রদের প্রানের মুখপাত্র সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফয়সাল আহমেদ ভুইয়ার নেতৃত্বে নির্বাচন কমিশন গত…

TECNAA এর ভারপ্রাপ্ত কমিটির ১ম বৈঠক সম্পন্ন

TECNAA এর  ভারপ্রাপ্ত কমিটির ১ম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় ১৫ই জুলাই, ২০১৬ তে এবং সভায় সদস্যগণ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়। সভা শুরু হয় সাধারণ…

TECNAA এর ভারপ্রাপ্ত কমিটির ১ম বৈঠক সম্পন্ন

TECNAA এর  ভারপ্রাপ্ত কমিটির ১ম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় ১৫ই জুলাই, ২০১৬ তে এবং সভায় সদস্যগণ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়। সভা শুরু হয় সাধারণ…

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য বৃত্তি সুযোগ অন্বেষণ

অনুদান এবং বৃত্তি নিশ্চিত করা আন্তর্জাতিক শিক্ষা অর্জনের আর্থিক বোঝাকে উল্লেখযোগ্যভাবে উপশম করতে পারে। একটি সাধারণ ভুল ধারণা থাকা সত্ত্বেও যে আন্তর্জাতিক ছাত্রদের জন্য স্কলারশিপ…

Responses

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

× Chat