নির্বাচনী উত্তেজনায় টেকনা
নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্রদের প্রানের মুখপাত্র সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফয়সাল আহমেদ ভুইয়ার নেতৃত্বে নির্বাচন কমিশন গত ১২ ফেব্রুয়ারী তফসীল প্রকাশ করেন। আর ভিত্তিতে প্রথম নির্বাচনে প্রার্থীরা দুইটি প্যানেল কটন ও ভিস্কস ব্যানারে অংশ নিয়ে গত ১৩ তারিখ থেকে তাদের তুমুল প্রচারনায় ছাত্রদের মধ্যে একটি উৎসব মুখর অবস্থার তৈরি হয়েছে।
কার্যনির্বাহী কমিটি নির্বাচন সম্পর্কিত তথ্য
ফয়সাল আহমেদ ভুইয়া (১ম ব্যাচ) – প্রধান নির্বাচন কমিশনার
মাজহারুল ইসলাম কিরণ (২য় ব্যাচ) – নির্বাচন কমিশনার
মাহবুবর রহমান মিঠু (৩য় ব্যাচ) – নির্বাচন কমিশনার
আতিকুর রহমান (৫ম ব্যাচ) – নির্বাচন কমিশনার
নির্বাচনের সময় বন্টন (২৬ মার্চ ২০১৭)
ভোট গ্রহন শুরুঃ ১১ টা
ভোট প্রদানের শেষ সময়ঃ ৪ টা
ভোট গননাঃ ৪-৫ টা
ফলাফল প্রকাশ ও সপথ বাক্য পাঠঃ ৬-৭ টা
স্থানঃ জানিয়ে দেয়া হবে
বিস্তারিত জানতে নির্বাচনের তফসিলের পিডিএফ ফাইল দেয়া হল
অংশগ্রহণকারীঃ
প্যানেল ২ টি, আতাউল্লাহ ফারহানের সমন্বয়ে কটন ও তরিকুল ইসলামের সমন্বয়ে ভিস্কস। উল্লেখ্য কোন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে না। প্যানেল দুইটি নিচে দেয়া হল,
| পদ | কটন প্যানেল | ভিসকস প্যানেল |
| সভাপতি | হৃদয় হিরা (১ম ব্যাচ) | মোঃ জুলফিকার আলি (১ম ব্যাচ) |
| সহ-সভাপতি | মহিউদ্দিন আতিক (২য় ব্যাচ) | মো আল আমিন (২য় ব্যাচ) |
| সাধারণ সম্পাদক | মোসাব্বির আহমেদ (১ম ব্যাচ) | শৈলেন চন্দ্র শাহা (৩য় ব্যাচ) |
| যুগ্ম সাধারণ সম্পাদক | জুলফিকার আলম (১ম ব্যাচ) | কাওসার হামিদ (৪র্থ ব্যাচ) |
| সাংগঠনিক সম্পাদক | মনিরুল ইসলাম (৩য় ব্যাচ) | কামরুল হাসান সেলিম (৪র্থ ব্যাচ) |
| যুগ্ম সাংগঠনিক সম্পাদক | শান্তনু শুভ্র (৪র্থ ব্যাচ) | সৈকত দে (৫ম ব্যাচ) |
| অর্থ সম্পাদক | নাবিউল আলম সজল (২য় ব্যাচ) | মো মাহবুবুর রহমান (১ম ব্যাচ) |
| সহকারী অর্থ সম্পাদক | আব্দুল্লাহ আল সায়েম (৩য় ব্যাচ) | ইমরানুল হক শিমূল (২য় ব্যাচ) |
| তথ্য ও প্রচার সম্পাদক | মোঃ তারেক আজিজ (৩য় ব্যাচ) | মোঃ সাহিন সরকার (৪র্থ ব্যাচ) |
| সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক | নির্জর নাথ (৫ম ব্যাচ) | মো রাকিবুল ইসলাম রনি (১ম ব্যাচ) |
| শিক্ষা, কারিগরি ও সমাজকল্যাণ সম্পাদক | দোলন ভৌমিক (৫ম ব্যাচ) | মো সাইফুর রাহমান (৩য় ব্যাচ) |
| নারী ও শিশু বিষয়ক সম্পাদকঃ | মাহমুদা ইয়াসমিন (২য় ব্যাচ) | সুমাইয়া বিনতে আনোয়ার (২য় ব্যাচ) |
| কার্যনির্বাহী সদস্য | মোঃ মুস্তাফিজুর রহমান (৫ম ব্যাচ) | মুশফিকুর রাহমান (৪র্থ ব্যাচ) |
| কার্যনির্বাহী সদস্য | মোঃ ওহায়েদুর রহমান (৫ম ব্যাচ) | মো ইফতেখার রহমান (৫ম ব্যাচ) |
| কার্যনির্বাহী সদস্য | মোঃ রিফাত হাসান সিদ্দিকি (৫ম ব্যাচ) | রুপু মজুমদার (৫ম ব্যাচ) |
পদ গুলো সম্পর্কে জানতে সংবিধানের ধারা ২৩ দেখুন
ফেসবুকে প্যানেল দুটির অফিশিয়াল পেজ
https://www.facebook.com/Viscose-Panel-137444386779573
https://www.facebook.com/Unofficial-Cotton-1268104309936847/
ফেসবুকে প্যানেল দুটির অফিশিয়াল গ্রুপ
https://www.facebook.com/groups/931691520267495
https://www.facebook.com/groups/652840938250392

Responses