TECNAA এর ভারপ্রাপ্ত কমিটির ১ম বৈঠক সম্পন্ন
TECNAA এর ভারপ্রাপ্ত কমিটির ১ম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় ১৫ই জুলাই, ২০১৬ তে এবং সভায় সদস্যগণ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়। সভা শুরু হয় সাধারণ আলোচনা এবং প্রাথমিক মতবিনিময় দিয়ে। এই আলোচনায় মূখ্য ছিল – TECNAA গঠনতন্ত্র, প্রতিষ্ঠাকালীন ইস্যু, কমিটির কর্মপরিকল্পনা উপর সামগ্রিক দৃষ্টি নিবদ্ধ করা। এছাড়াও সামাজিক মিডিয়ায় নানান কার্যকলাপ, প্রচার ও ব্যবস্থাপনার উপর আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন, হৃদয় হীরা, ত্বরিকুল ইসলাম, আতাউল্লাহ ফারহান, সাইদুল করিম রিয়াজ, জনি দাস, এস এম সুমন জিকু, আল আমিন ইসলাম, শৈলেন সাহা, মো. তারেক আজিজ, কামরুল সেলিম ও প্রণব রায়।
পরবর্তীতে বৈঠকের এজেন্ডা এবং গুরুত্বপূর্ণ বিষয় সমূহ নিম্নরূপঃ
১. TECNAA’র মূল মন্ত্র ১-২ লাইনে লিপিবদ্ধ করা। TECNAA এর রূপকল্প হিসেবে বলা হয়, সদস্যদের নিরাপত্তা ও উন্যয়নের মাধ্যমে TECN ও TECNAA অগ্রগামী করে তোলা। সদস্য ও কলেজের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন।
২।সুনির্দিষ্ট লক্ষ্য গ্রহন ও চিহ্নিতকরণ।বিভিন্ন ইভেন্ট ও প্রকাশনা সন্নিবেশকরা। যেমনঃ জব ফেয়ার, জার্নাল, ম্যাগাজিন, ইফতার পার্টি, কলেজে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া, সেমিনার আয়োজন, ট্যুরের / পিকনিকের উদ্যোগ গ্রহন। কমিটি সাংবিধানিকভাবেই এসব গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোর ধারাবাহিকতা নিশ্চিত করবে।
৩। গঠনতন্ত্রের চুক্তি সমূহঃ
# নাম: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
# প্রধান কার্যালয়: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী।
# বর্তমান ঠিকানা: বর্তমান ঠিকানা ঢাকা শহরের কোথাও হতে পারে।আর পরবর্তীতে প্রয়োজনীয়তা অনুসারে ও TECNAA সদস্যদের সিদ্ধান্তমতে আঞ্চলিক অফিস প্রধান অফিসের অধীনস্থ হয়ে স্থাপন করা যেতে পারে।
# সদস্যপদ: TECNAA’র সদস্যপদের প্রকরণ: সাধারণ সদস্য, আজীবন সদস্য, সন্মাননা সদস্য. সাধারণ এবং আজীবন সদস্যপদ আবেদনকারীকে টেক্সটাইল কোর্স সমাপ্তির সার্টিফিকেট বিএসসি.অর্জন করতে হবে. TECNAA গভর্নিং বোর্ড কোনো প্রখ্যাত ব্যক্তির জন্য সন্মাননা সদস্যপদের সিদ্ধান্ত নেবে এবং প্রস্তাবটি কে বোর্ড ভোটের 70% পেয়ে পাস করতে হবে।
# সদস্যপদ ২ বছরের মধ্যে নবায়ন করা না হলে সদস্যপদ বাতিল ঘোষণা হয়ে।
# ৪র্থ বর্ষের ছাত্ররা (ফাইনাল পরীক্ষার্থী) সহযোগী সদস্যপদ গ্রহণ করে ওয়েব ডিরেক্টরি তে প্রবেশাধিকার পেতে পারবে। এতে তাদের সহজে ইন্টার্নশীপ এবং জব পেতে সহায়ক হবে।তাদের ওয়েবসাইট এর রেজিস্ট্রেশন ফর্ম এবং ইনভাইটেশন কোড পেতে TECNAA তথ্য গ্রুপের সঙ্গে যোগাযোগ করতে হবে।
৪। TECNAA এর ফেসবুক পেইজ (https://www.facebook.com/tecnaa.web) দ্বারা সকলের সাথে যোগাযোগ রাখবে এবং গ্রুপ ” TECNAA Steering” শুধুমাত্র TECNAA সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। সদস্যদের মধ্যবর্তী যোগাযোগ, বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য গ্রুপ ব্যবহার করা হবে।
৫। মিটিং এ কমিটি TECNAA’র জন্য মূল ব্যয় নির্ধারন অনুমান করে এবং তা বহন করতে বিকল্প উৎস খুঁজে বের করার চেষ্টা করে । সব যাচাই করে অ্যালামনাই সদস্যদের জন্য প্রতি বছর 300 টাকা দিয়ে সদস্য এবং নবায়ন ফি নির্ধারন করা হয়েছে। সদস্য নিদন্দন প্রক্রিয়া বেগবান হতে কমিটির মাধ্যমে ব্যাচ অনুসারে সদস্য নিবন্ধন শুরু করা হয়ছে। সদস্যপদের জন্য সবাইকে নিম্নোক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছেঃ
১ম ব্যাচ: ত্বরিকুল ইসলাম, আতাউল্লাহ ফারহান
২য় ব্যাচ: এস এম সুমন জিকু, আল আমিন ইসলাম
৩য় ব্যাচ: শৈলেন সাহা, আবদুল্লাহ মোঃ আল আমিন
৪র্থ ব্যাচ: কামরুল সেলিম, প্রণব রায়
৭। কমিটি সিদ্ধান্তে উপনীত হয় যে, আগামী ৩১শে ডিসেম্বরের মাঝেই নির্বাচন সম্পন্ন করার এবং সকল সদস্যকে অনুরোধ করছে আগামী ২ মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে।
৮। নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী পদসমূহ, ফেসবুক গ্রুপেই প্রকাশ করা হবে।
পরবর্তী সভা অনুষ্ঠিত হবে ৫ই আগস্ট, সেই সভায় নিচে বিষয়সূচি আলোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে,
-TECNAA সংবিধান খসড়া
-নির্বাচন কমিটি গঠন
-TECNAA নির্বাচিত পদের জন্য দায়িত্ব পৃথকীকরণ.
-১ম বৈঠকে নির্ধারিত কার্যপ্রনালী এবং সমাপ্তির পর্যালোচনার মূল্যায়ন।
Responses