ইন্টার্নশিপ গাইডলাইন। পর্ব ৪।। Knit Dyeing Section

intern jpg

আজকে এমন একটা সেকশন নিয়ে লিখছি যেখানে শিখার জিনিস প্রচুর। ফ্লোরের উচ্চ তাপমাত্রায় যদিও আমাদের একটু কষ্ট হবে তাও নিজের ক্যারিয়ার এর কথা চিন্তা করে এই সেকশনে মনযোগী হওয়ার চেষ্টা করব। কারন ডাইয়িং রিলেটেড প্রশ্ন জব ভাইবা বলি কিংবা ক্যাম্পাস ফাইনাল ভাইবা বলি সব জায়গায় ই ফেস করা লাগবে। তো কি শিখব ডাইয়িং ফ্লোরে একটু দেখে নেই-
Batch:
1. What is Batching? Importance of batching.
2. Information included when a Batch Card is written?
3. Batching Calculation and Batching Procedure.
4. Concept on Turning Machine. Why Turning and Back Sewing is done before dyeing?
Dyeing Machinery:
1. Layout of Dyeing Floor.
2. Dyeing machine specification i.e. Brand Name, Origin, Capacity, No of nozzle etc.
3. Parts of a Dyeing Machine with function.
4. Elements of a Side Tank. Function of each element.
5. What is Heat Exchanger? Its function and working mechanism.
6. How Valves of a dyeing machine works?
7. Knowledge about water Input lines, Output lines, Steam line, Compressed Air Pressure line.
8. Function of Winch/Reel, Nozzle, Pump of a dyeing machine.
9. Knowledge on Reel Speed and Pump Speed. Problems occur when reel speed and pump speed is not maintained as required.
10. What is GLM? Its importance. How to calculate GLM?
11. What is Cycle Time? Importance of Cycle Time. Cycle Time calculation .
12 What are the Parameters of fabric influence cycle time?
13. What problems occur if cycle time is more or less than the standard?
Dyeing Process:
1. Name and Manufacturing Company of different dyes used for dyeing.
2. Name and function of each and every Chemicals and Auxiliaries used for dyeing.(Must known for Job Viba, Campus Final Viba)
3. Purpose of Scouring and Bleaching. Scouring & Bleaching parameters i.e. Run Time, Temperature, pH etc.
4. Per Oxide working mechanism during bleaching. How temperatute influences the activation of Per Oxide.
5. Function of Stabilizer during Bleaching.
6. Function of Per Oxide Killer. How it works. What problem would occur if per oxide killer isn’t used after bleaching?
7. Why Enzyme Treatment is done? What is the required Temp. and pH for Enzyme Treatment?
8. What is the M:L, pH, Temperature, Run Time in different stage of dyeing.
9. Observe White Color, Light shade, Medium shahe, Dark shade, Migration/Terquise color, Both Part(CVC), 100% Polyester, Grey Millange & Yarn Dyed Washing, Fluorescent, Viscose dyeing process from Fabric Load to Unload with flowchart.
10. What is Critical Color? Why temperature is raised before Color Steam in Critical Color dyeing.
11. Why and when Addition, Topping, Stripping is done with Recipe, Procedure.
12. Exhaustion and Fixation mechanism in reactive dyeing. Function of Salt and Soda in exhaustion and fixation.
13. Polyester Dyeing mechanism. Effect of pH & Temperature in polyester dyeing.
14. Why Polyester part is dyed first in both part dyeing?
15. Why Reduction Cleaning is done in polyester dyeing?
16. Clear concept on After Treatment processes i.e. Softener Treatment, Soaping Treatment, Neutralization, Final Acid Treatment etc.
17. Types of Dosing? Chemical wise dosing system.
18. Types of Softener. When to use which one.
19. Benefit of Block Wash over Rinsing.
20. Why Temperature Gradient maintain is important in dyeing?
21. Knowledge on different Curves found in different stage of dyeing.
22. Standard dyeing recipe, time and water consumption for different shade.
23. Faults in dyeing with remedies.
ডাইয়িং এ ইন্টার্ন করার সময় একটা কালার ব্যাচ ডাইয়িং প্রসেস সম্পূর্ণ দেখতে হবে। ফেব্রিক মেশিনে লোড করা থেকে শুরু করে আনলোড করা পর্যন্ত অপারেটর কি কি করতেছে, কোন প্রসেস এর পর কোনটা হচ্ছে, কোন স্টেজে প্যারামিটার কি থাকতেছে, কিভাবে শেড ওকে করে নামাচ্ছে দেখে নিব। আর অবশ্যই সব গুলো প্রসেস এর লোড টু আনলোড পর্যন্ত ডিটেইলস ফলোচার্ট লিখে নিব যেটায় উল্লেখ থাকবে প্রত্যেক স্টেজে কোন কেমিক্যাল কত তাপমাত্রায় অ্যাড হচ্ছে, তখন ডাই বাথে pH কত ছিল, ওই কেমিক্যাল এর ডোজিং টাইম+রান টাইম কত ইত্যাদি। ডাইয়িং হলো টেম্পারেচার, টাইম আর pH এর খেলা। তাই এই প্যারামিটার গুলা অবশ্যই জানা থাকা লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যামিকেল আর অক্সিলিয়ারি গুলার ফাংশন। ইন্টার্নে যতই ফাঁকি দেই অন্তত ফাংশন গুলা জানা লাগবে, মাফ নাই!
ডাইয়িং এর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো শেড ম্যাচ যেটা সম্পূর্ণ অভিজ্ঞতার বিষয়। ইন্টার্ন এর অল্প সময়ে শেড ম্যাচ শিখা যায় না। যদিও ক্যাম্পাসের জব ফেয়ার ভাইবায় KDS গ্রুপের জিএম দীপক ভার্মা স্যার শেড ম্যাচ নিয়ে প্রশ্ন করছিল। শেড রেডিস/ইয়োলোইশ হয়ে গেছে, কি করলে ঠিক হবে এই টাইপের প্রশ্ন। আমি পারি নাই। 😃 কেউ চাইলে টুকটাক জেনে নিতে পারি। যতদুর সম্ভব হয় আরকি।
সবচেয়ে প্রিয় সেকশন বলে লিখতে লিখতে বিশাল পোষ্ট হয়ে যাচ্ছে। আর বড় করব না। কিছু মিসিং থাকলে ব্যাচমেট, সিনিয়র দের কমেন্ট বক্সে লিখে দেওয়ার জন্য অনুরোধ করছি।
পোষ্টে কোন ভুলভ্রান্তি থাকলে ক্ষমাপ্রার্থী। ইন্টার্নে কোন জিজ্ঞাসা থাকলে কিংবা কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্স বা ইনবক্স তো আছেই। শুভকামনা সবার জন্য।

Related Articles

ইন্টার্নশিপ গাইডলাইন।। পার্ট ১ || Factory Selection

সামনেই আমাদের অষ্টম ব্যাচের ইন্টার্ন। গতবছরে এই সময়ে যখন আমাদের ইন্টার্ন আসলো তখন ইন্টার্নে যাওয়ার আগে কিংবা ইন্টার্ন এ ঢুকে আমাদের করনীয় কি তা সম্পর্কে…

ইন্টার্নিশিপ গাইডলাইন। পার্ট ২।। নিটিং সেকশন

নিট বেসড ফ্যাক্টরি তে ইন্টার্ন করলে সবার প্রথমে নিটিং সেকশন দিয়ে শুরু হয়। ভবিষ্যৎ এ যেই ডিপার্টমেন্ট এই জব করি না কেনো একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার…

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য বৃত্তি সুযোগ অন্বেষণ

অনুদান এবং বৃত্তি নিশ্চিত করা আন্তর্জাতিক শিক্ষা অর্জনের আর্থিক বোঝাকে উল্লেখযোগ্যভাবে উপশম করতে পারে। একটি সাধারণ ভুল ধারণা থাকা সত্ত্বেও যে আন্তর্জাতিক ছাত্রদের জন্য স্কলারশিপ…

ইন্টার্নিশিপ গাইডলাইন। পর্ব ৩।। ল্যাব সেকশন

নরমালি নিটিং শেষ করে ডাইয়িং ফ্লোরে ঢুকার আগে ল্যাব সেকশন দেখতে হয়। এই সেকশন থেকে আমরা ল্যাব ডিপ, ফিজিক্যাল ও কেমিক্যাল টেস্টগুলি সম্পর্কে আইডিয়া নিব।…

ক্যাম্পাস কমিউনিটিতে চাকরির সুযোগ শেয়ার করা কেন গুরুত্বপূর্ণ?

আজকের প্রতিযোগিতামূলক চাকরি বাজারে সঠিক কর্মসংস্থান খুঁজে পাওয়া আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। তবে, ছাত্র এবং নিয়োগকর্তাদের মধ্যে সেতু তৈরির একটি কার্যকর উপায় হলো ক্যাম্পাস…

Responses

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।