ইন্টার্নিশিপ গাইডলাইন। পার্ট ২।। নিটিং সেকশন

intern jpg

নিট বেসড ফ্যাক্টরি তে ইন্টার্ন করলে সবার প্রথমে নিটিং সেকশন দিয়ে শুরু হয়। ভবিষ্যৎ এ যেই ডিপার্টমেন্ট এই জব করি না কেনো একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে নিটিং জ্ঞান থাকা মাস্ট। তাই একটু মনোযোগ সহকারে নিটিং ফ্লোরে কয়েকদিন সময় দিলে ভালো জ্ঞান নিয়ে আসা যায়।
তো কি দেখব, কি শিখব নিটিং এ। প্রথমেই বলে নেওয়া ভালো নিটিং ফ্লোরে ঢুকার আগে ইয়ার্ণ কাউন্ট সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা লাগবে। কাউন্ট কি, ডিরেক্ট কাউন্ট/ইনডিরেক্ট কাউন্ট কোনগুলি, সবগুলির ডেফিনিশন, কোন ইয়ার্ণ প্রকাশে কোন কাউন্ট ব্যবহৃত হয়, কাউন্ট বাড়লে/কমলে জিএসএম এর কি পরিবর্তন হবে জেনে নিতে হবে। এরপর ফ্লোরে ঢুকে যা শিখব আমরা-
1. Layout of Knitting Floor.
2. Machine specification that includes Brand name, Origin, Capacity, Dia, Gauge, no of feeder, RPM etc.
3. Knowledge about different types of yarn used in the knitting floor with thier count, TPI, their Suppliers, Price etc.
4. Knowledge about Circular Knitting Machine and Flat bed knitting machine. Their output fabrics, similarities, dissimilarities, how to differ them etc.
5. Types of Circular Knitting Machine. How to identity them, their output fabrics, similarities, dissimilarities, how to differ them etc.
6. Parts of a Circular Knitting Machine. Clear concept about the Function of different parts.(Vital part of knitting)
7. Knowledge about different types of Needle, Cam, Sinker. Their function and adjustment in machine, their arrangement with design.
8. Machine Dia and Gauge range, Which m/c Dia&Gauge is selected for different count.
9. Count and SL selection for required GSM(most important topic in knitting. Must known for Job viba, Campus final viba).
10. Yarn Guide Path from Creel to Needle with Knitting Flowchart.
11. Function of VDQ Pully. How it works in order to increase/decrease GSM.
12. How to measure SL from different fabric manually. Relation between GSM & SL.
13. Fabric Identification knowledge is must. Identification of S/J, Rib, Interlock, Single Lacoste, Double Lacoste, Pique, Fleece, Terry, Ottoman Rib, Waffle, design Jersey etc. with design/construction, loop diagram, needle arrangement, cam arrangement.
14. Knowledge about Auto/Engineering Stripe and Feeder Stripe Knitting m/c. Basic difference between them, when to use which one.
15. Difference between Terry and Fleece fabric.
17. Knitting production calculation (Single Jersey, Rib, Interlock, Fleece/Terry)
18. Concept on 4 point inspection system.
19. Faults in Knitting with Cause and Remedies.
20. Knowledge about knitting lab machines i.e. TPI Tester, Wrap Reel and Balance, Washing Machine, GSM cutter etc.
21. Maintenance of knitting machine. During maintenance one must see the needle arrangement and cam arrangement inside the cylinder.
22. Types of Oiling System into knitting machine.
23. Knowledge about Slub, Lycra, Lurex, Huafu yarn.
24. Production Capacity per day of knitting floor. Knowledge about machine efficiency that includes causes of process lost and less production.
নিটিং ফ্লোরে সাধারণত আমরা এক থেকে দুই সপ্তাহ থাকব। এই সময়ে সবগুলা পয়েন্ট হয়ত সবার পক্ষে শিখা সম্ভব না, তবে অসম্ভব ও না। ইন্টার্ন এ যে যত বেশি শিখে নিবে তারজন্য জবে যেয়ে কষ্ট তত কম করা লাগবে পাশাপাশি জব ভাইবায় ও এগিয়ে থাকবে।
নিটিং ফ্লোরে থাকাকালীন সময়ে আমরা অবশ্যই অবশ্যই বিভিন্ন টাইপের ফেব্রিক কালেক্ট করব। প্রত্যেক ফেব্রিকের ফেব্রিকেশন, ডিজাইন/লুপ ডায়াগ্রাম, নিডেল+ক্যাম অ্যারেঞ্জমেন্ট, জিএসএম, এটা নিট করতে কত কাউন্ট এর সুতা ব্যবহৃত হইছে ইত্যাদি ইনফরমেশন লিখে ডায়েরি তে ট্যাপ দিয়ে লাগিয়ে নিব। ইন্টার্নে ভাই যতই ফাঁকি দেই না কেন নিটিং ফ্লোর থেকে অন্তত ফেব্রিক চিনে বের হতে হবে।
আর হ্যা! ইন্টার্ন এর সময় কিছু বুঝতে অসুবিধা হলে সিনিয়রদের ইনবক্স করতে যেনো দ্বিধা না করি। পোষ্টে নিটিং এ শিখার কিছু বাদ পরলে ব্যাচমেট ও সিনিয়র ভাইদের কমেন্টবক্স এ অ্যাড করে দেওয়ার অনুরোধ করছি। পার্ট ৩ এ ল্যাব সেকশনে যা শিখা লাগবে ইনশাআল্লাহ দিয়ে দিব।
কোন ভুলভ্রান্তি হলে ক্ষমাপ্রার্থী। সবার জন্য শুভকামনা।

Related Articles

ইন্টার্নশিপ গাইডলাইন।। পার্ট ১ || Factory Selection

সামনেই আমাদের অষ্টম ব্যাচের ইন্টার্ন। গতবছরে এই সময়ে যখন আমাদের ইন্টার্ন আসলো তখন ইন্টার্নে যাওয়ার আগে কিংবা ইন্টার্ন এ ঢুকে আমাদের করনীয় কি তা সম্পর্কে…

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য বৃত্তি সুযোগ অন্বেষণ

অনুদান এবং বৃত্তি নিশ্চিত করা আন্তর্জাতিক শিক্ষা অর্জনের আর্থিক বোঝাকে উল্লেখযোগ্যভাবে উপশম করতে পারে। একটি সাধারণ ভুল ধারণা থাকা সত্ত্বেও যে আন্তর্জাতিক ছাত্রদের জন্য স্কলারশিপ…

বাংলাদেশে আয়কর: হিসাব পদ্ধতি এবং বিস্তারিত বিশ্লেষণ

বাংলাদেশে আয়কর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী নিয়ন্ত্রিত এবং এটি পরিচালনা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর একটি প্রগতিশীল কর ব্যবস্থা, যার মানে হল যে, আয়…

ইন্টার্নিশিপ গাইডলাইন। পর্ব ৩।। ল্যাব সেকশন

নরমালি নিটিং শেষ করে ডাইয়িং ফ্লোরে ঢুকার আগে ল্যাব সেকশন দেখতে হয়। এই সেকশন থেকে আমরা ল্যাব ডিপ, ফিজিক্যাল ও কেমিক্যাল টেস্টগুলি সম্পর্কে আইডিয়া নিব।…

ইন্টার্নশিপ গাইডলাইন। পর্ব ৪।। Knit Dyeing Section

আজকে এমন একটা সেকশন নিয়ে লিখছি যেখানে শিখার জিনিস প্রচুর। ফ্লোরের উচ্চ তাপমাত্রায় যদিও আমাদের একটু কষ্ট হবে তাও নিজের ক্যারিয়ার এর কথা চিন্তা করে…

Responses

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

× Chat