Honoray Member Selection

নিজাম উদ্দিন যুবরাজ, বি এস সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি

তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী এর স্নাতক, ২০০৭-৮ সেশন, ১ম ব্যাচের ছাত্র। তিনি শুরু থেকে বিভিন্ন আয়োজনে তার মেধাবী উপস্থিতি রেখে গেছেন। ক্যাম্পাসের ক্রান্তিকালে অগ্রজ হিসেবে দিয়েছেন তার পুরো সময়। ক্যাম্পাসকে দিয়ে গেছেন অনেক কিন্তু নিজে হারিয়েছেন ক্যাম্পাস থেকে স্নাতক। টেকনা এই অবদানগুলো ভুলতে পারে নি। তার ফলস্রুতিতে চলতি কমিটির সম্মতিক্রমে গত ইফতার আয়োজনে টেকনা জনাব নিজাম উদ্দিন যুবরাজকে টেকনার সম্মানিত সদস্য হিসেবে সিদ্ধান্ত রাখে।

স্বাগতম টেকনা পরিবারে।

Related Articles

Responses

Your email address will not be published. Required fields are marked *

  1. অভিনন্দন প্রিয় যুবরাজ ভাইকে । টেকনাকে ধন্যবাদ NTEC এর অস্তিত্বের লড়াইয়ের অন্যতম অগ্রগামী এই সাহসী যোদ্ধাকে স্বীকৃতি প্রদানের জন্য ।

  2. ধন্যবাদ টেকনা।
    টিইসিএনের জন্য যুবরাজ ভাইয়ের অবদানের মূল্যায়ন বা যতটা ক্ষতি ভাইয়ের হয়েছে তা আমরা পূরন কোনদিন করতে পারবো না।
    ভালোবাসা ছাড়া আমাদের দেওয়ার মত কোন কিছু নেই।
    ভালোবাসা রইলো ভাই।

  3. যা হারিয়েছে তা ফিরে পাবার নয় যা পেলাম তাহা অমূল্য। শুধু একটাই চাওয়া সবার মাঝে যেন সারা জীবন অকৃত্রিম ভালোবাসা নিয়ে থাকতে পারি… আর যেহেতু এটা আমার প্রোফাইল এ ট্যাগ করা তাই আরেকটি কথা বলি পরবর্তীতে আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় Primeasia University থেকে স্নাতক ডিগ্রি অর্জন করি.. অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছে কিন্তু এতো ভালোবাসা পেয়ে আমি ভাষাহীন… সবাই কে অনেক অনেক ভালোবাসা…. কখনো কোন ভুল করলে আমি ক্ষমাপ্রার্থী… . আজীবন তোদের মাঝে বেঁচে থাকতে চাই ❣️❣️❣️

    1. এরে বাবুরে তোর ড্রাম লিক কিছু দি তোর ড্রাম হুততো ন। তুই বাবা লিক সারা আগে ??

  4. ধৈর্যই সকল সাফল্যের মুল। হতাশা কখনওই সফলতার মুখ দেখায় না। অনেক অনেক শুভকামনা রেইল জনাব

  5. টেকনা সেসব সাহসি যোদ্ধাদেরকে সম্মান করে যারা টেক্সটাইল এর গৌরবকে অক্ষুন্ন রেখেছে।।

  6. টেকনা সেসব সাহসি যোদ্ধাদেরকে সম্মান করে যারা টেক্সটাইল এর গৌরবকে অক্ষুন্ন রেখেছে।।

  7. স্বাগতম টিইসিএন রাজ্যের টগবগে “যুবরাজ”,
    আপনার পদার্পনে টেকনা আরো গতিময় হবে এই কামনা রইলো।

  8. স্বাগতম টিইসিএন রাজ্যের টগবগে “যুবরাজ”,
    আপনার পদার্পনে টেকনা আরো গতিময় হবে এই কামনা রইলো।

× Chat