সভা আহ্বান

স্মারক নংঃ ৩০০৩১৮-০১

সভা আহ্বান 

টেকনা-এর এপ্রিল-২০১৮ এর কার্যকরী কমিটির সভা আগামী ৬ এপ্রিল ২০১৮, শুক্রবার সন্ধ্যা ৭:০০ টায় আহ্বান করা হয়েছে। সভায় পরবর্তী বছরে সদস্য সংগ্রহ, বনভোজন আয়োজন, বার্ষিক সাধারণ সভার আয়োজন, লোগো নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে।

উক্ত সভায় কার্যকরী পর্ষদের ২১ জন সদস্য সকলকে নিজ উপস্থিতি নিশ্চিত করার জন্য বলা হচ্ছে। পর্ষদের কোন সদস্য যদি খুব গুরুত্বপূর্ণ কারণে উপস্থিত না থাকতে পারেন সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে অবহিত করার জন্য বলা হচ্ছে।

অনুলিপিঃ

১. সভাপতির অবগতির জন্য কপি
২. সকল পর্ষদ সদস্যদের অবগতির জন্য কপি
৩. আইটি উপদেষ্টা এর কপি (সামাজিক মাধ্যম, এস এম এস সিস্টেম ও ওয়েবসাইটে প্রকাশের জন্য)
৪. নথিবদ্ধ করার জন্য কপি

Related Articles

টেকনা কার্যনির্বাহী কমিটির মাসিক মিটিং এপ্রিল ২০১৮ এর সভা বিবরণী

স্মারক নংঃ ০৬০৪১৮-০১ টেকনা কার্যনির্বাহী কমিটির মাসিক মিটিং এপ্রিল ২০১৮ এর সভা বিবরণী ১. পূর্ববর্তি বছরেরে কর্মকাণ্ড নিয়ে প্রথমে সভাপতি ও সাধারণ সম্পাদক একটি বিবৃতি…

মাসিক মিটিং এপ্রিল ২০১৮ এর সভা বিবরণী

১. পূর্ববর্তি বছরেরে কর্মকাণ্ড নিয়ে প্রথমে সভাপতি ও সাধারণ সম্পাদক একটি বিবৃতি রেখে সামনে আরো বর্ধিত গতিতে কাজ করার প্রত্যয়ে সকল সদস্যকে অনুরোধ রাখেন। ২.…

বাংলাদেশে আয়কর: হিসাব পদ্ধতি এবং বিস্তারিত বিশ্লেষণ

বাংলাদেশে আয়কর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী নিয়ন্ত্রিত এবং এটি পরিচালনা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর একটি প্রগতিশীল কর ব্যবস্থা, যার মানে হল যে, আয়…

নতুন করে লোগো উম্মোচন

টেকনা পরবর্তী বার্ষিক সাধারণ সভায় নতুন করে লোগো উম্মোচন করার পরিকল্পনা করা হয়েছে। তার জন্য মটিফ ও লোগো প্রতিযোগিতা আহ্বান করা হচ্ছে। ডিজাইনে নিচের দিক…

TECNAA এর ভারপ্রাপ্ত কমিটির ১ম বৈঠক সম্পন্ন

TECNAA এর  ভারপ্রাপ্ত কমিটির ১ম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় ১৫ই জুলাই, ২০১৬ তে এবং সভায় সদস্যগণ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়। সভা শুরু হয় সাধারণ…

Responses

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।