সভা আহ্বান
স্মারক নংঃ ৩০০৩১৮-০১
সভা আহ্বান
টেকনা-এর এপ্রিল-২০১৮ এর কার্যকরী কমিটির সভা আগামী ৬ এপ্রিল ২০১৮, শুক্রবার সন্ধ্যা ৭:০০ টায় আহ্বান করা হয়েছে। সভায় পরবর্তী বছরে সদস্য সংগ্রহ, বনভোজন আয়োজন, বার্ষিক সাধারণ সভার আয়োজন, লোগো নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে।
উক্ত সভায় কার্যকরী পর্ষদের ২১ জন সদস্য সকলকে নিজ উপস্থিতি নিশ্চিত করার জন্য বলা হচ্ছে। পর্ষদের কোন সদস্য যদি খুব গুরুত্বপূর্ণ কারণে উপস্থিত না থাকতে পারেন সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে অবহিত করার জন্য বলা হচ্ছে।
অনুলিপিঃ
১. সভাপতির অবগতির জন্য কপি
২. সকল পর্ষদ সদস্যদের অবগতির জন্য কপি
৩. আইটি উপদেষ্টা এর কপি (সামাজিক মাধ্যম, এস এম এস সিস্টেম ও ওয়েবসাইটে প্রকাশের জন্য)
৪. নথিবদ্ধ করার জন্য কপি
Responses