তীব্র প্রতিবাদ ও সঠিক তদন্ত দাবী
গত ০২/০৫ /২০১৯ ইং গ্রীন লাইফ ওয়াশিং প্ল্যান্টে কর্মরত অবস্থায় নোয়াখালী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের বস্ত্র প্রকৌশলী “সারোয়ার জাহান মিঠু “, গ্রীন লাইফ ওয়াশিং প্ল্যান্টের মালিক অফিসে বন্দী করে তার উপর অমানবিক অত্যাচার করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আমরা, টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে, নোয়াখালী এর বি এস সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সঠিক তদন্তের মাধ্যমে উক্ত কোম্পানির মালিকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবী জানাচ্ছি। তার পাশাপাশি আমরা কর্মক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সার্বিক নিরাপত্তায় নিতিমালা প্রণয়নে আহ্বান রাখছি।
Responses