নির্বাচন কমিশন গঠন – টেকনা নির্বাচন’১৯
সবাইকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে –
টেকনার প্রথম নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হবার পথে, টেকনার সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নতুনভাবে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে নির্বাচক কমিটি গঠন করার প্রস্তাব রাখা হচ্ছে।
সংবিধান অনুযায়ী শেষ পাচ ব্যাচের পক্ষ থেকে নির্বাচক কমিটি গঠন করার জন্য নিম্নোক্ত ব্যাচের পক্ষ থেকে এক জন করে নির্বাচক কমিটির প্রতিনিধি আহব্বান করা যাচ্ছে।
তৃতীয় ব্যাচ প্রতিনিধি-প্রধান নির্বাচন কমিশনার।
চতুর্থ ব্যাচ প্রতিনিধি – নির্বাচন কমিশনার।
পঞ্চম ব্যাচ – নির্বাচন কমিশনার।
ষষ্ঠ ব্যাচ – নির্বাচন কমিশনার।
সপ্তম ব্যাচ – নির্বাচন কমিশনার।
আগামী ২৬ শে মার্চের মধ্যে নির্বাচক কমিটি গঠন করার জন্যে উল্লেখিত ব্যাচের সবাইকে তাদের নিজ নিজ ব্যাচ থেকে প্রতিনিধির (প্রতিনিধি নির্বাচনে যার যার ব্যাচ তাদের সুবিধা অনুযায়ী গ্রহনযোগ্য কাউকে নির্বাচিত করবে) নাম জমা দেবার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিঃ দ্রঃ নির্বাচক কমিটির সদস্য সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না।
রুবেল (প্রথম ব্যাচ)
সদস্য সচিব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী অ্যালাম্নাই অ্যাসোসিয়েশান
Responses