নতুন করে লোগো উম্মোচন
টেকনা পরবর্তী বার্ষিক সাধারণ সভায় নতুন করে লোগো উম্মোচন করার পরিকল্পনা করা হয়েছে। তার জন্য মটিফ ও লোগো প্রতিযোগিতা আহ্বান করা হচ্ছে।
ডিজাইনে নিচের দিক গুলো লক্ষ রাখতে হবে,
সিম্বলঃ
১. ভাষা ইংরেজি হবে
২. সাইজ ১:১ অনুপাত
৩. রং, ডিজাইনে কোন থিম থাকতে হবে ও তা সামঞ্জস্য রাখতে হবে
লোগোঃ
১. ভাষা ইংরেজি হবে
২. সাইজ ১:১ থেকে ৩:২ মধ্যে হবে
৩. রং, ডিজাইনে কোন থিম থাকতে হবে ও তা সামঞ্জস্য রাখতে হবে
৪. লোগোতে TECNAA অথবা অ্যাসোসিয়েশান এর পূর্ণ নাম Textile Engineering College Noakhali Alumni Association রাখতে হবে
কিছু উদাহরণ হিসেবে সিম্বলের থিমঃ ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, একতা, নেতৃত্ব, সুরক্ষা, সংগঠন, সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা ইত্যাদি।
হাতে স্কেচ, ড্রাফ্ট হলে সমস্যা নেই। লোগো পাঠাতে ইমেইলঃ [email protected]। লোগো পাঠানোর শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭।
নির্বাচিত সেরা সিম্বল ও লোগো এর ডিজাইনারের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার।
Responses