টেকনা ইফতার পার্টি
খুবই আনন্দের সাথে জানাচ্ছি এবারের ইফতার পার্টিতে আমরা পেতে যাচ্ছি কিছু সফল মানুষের সান্নিধ্য যাদের সফলতার পদধ্বনিতে মুখরিত আমাদের পোশাক শিল্প।
আমরা আশাবাদী এইসব সন্মানিত ব্যক্তিত্বের স্পর্শ এবং আশীর্বাদ আমাদের টেকনার সূদূর পথচলাকে সুগম করবে।
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও সাথে সাথে আমন্ত্রন রইল ৯ জুনের সেই মাহেন্দ্রক্ষনে। নোয়াখালী টেক্সটাইল এর মেধাবী প্রতিশ্রুতিশীল ইঞ্জিনিয়ারদের পদচারনায় আরও একবার মুখরিত হোক পলওয়েল কনভেনশনের ঈট, বালি এবং নিউক্লিয়াসগুলোও।
আমাদের সন্মানিত অতিথিবৃন্দ :
প্রধান অতিথি :
১ .ইঞ্জি. এ.কে. এম ফজলুল হক (অধ্যক্ষ – টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী)
বিশেষ অতিথি :
২. ইঞ্জি. আব্দুল বাসেদ মিয়া (সাবেক অধ্যক্ষ)
৩. ইঞ্জি.এম.এম জহুরুল হক রাব্বানী(সাবেক অধ্যক্ষ)
৪. মো: ওয়াজেদুল আলম ( এ.জি.এম – মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং – চরকা টেক্সটাইল লি.)
৫. মোঃ আলতাফ হোসেন রতন (জি.এম- ফকির এপারেলস লি.)
৬. ইঞ্জি.মো. রবিউল করিম রুমেন (ডি.জি.এম- ডাইং, ট্রপিক্যাল নিটিং- মন্ডল গ্রুপ)
৭. ইঞ্জি. নিউটন সাহা ( হেড অব ডাই-হাউস, ভিয়েলাটেক্স গ্রুপ)।
Responses