টেকনা ইফতার মাহফিল-২০১৯

সম্মানীত সুধী,

সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসন্ন ২৪ শে মে ‘২০১৯ -এ নির্ধারিত নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-এর অ্যালামনাই সংগঠন টেকনা( TECNAA)-এর ইফতার মাহফিল উপলক্ষ্যে প্রাক্তন ও চলমান শিক্ষার্থীসহ দেশের স্বনামধন্য টেক্সটাইল নেতৃবর্গের উপস্থিতিতে এক আনন্দঘন মিলনমেলা বরাবরের মত এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত ইফতার মাহফিলে এবারের একটি বিশেষ আকর্ষণ হলো বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় সংগঠন, বস্ত্র প্রকৌশলীদের স্বার্থসংরক্ষণের জাতীয় অভিভাবক আইটিইটি( ITET)-এর সম্মানিত সভাপতির উপস্থিতি। উল্লেখ্য যে, গত ১৭ মে আইটিইটির ইফতার মাহফিলে আমরা আমন্ত্রিত হই এবং সেখানে আইটিইটির সম্মানিত সভাপতি ও সহ-সভাপতি আমাদের ইফতার মাহফিলে তাদের উপস্থিতির সদয় সম্মতি প্রদান করেন।
এই সম্মতিটুকুন মূলত আমাদের একদিনের অর্জন নয়। এর নেপথ্যে টেকনার অনেক প্রচেষ্টা ও সাংগঠনিক দৌড়ঝাঁপ রয়েছে। আমরা আঞ্চলিক পাবলিক টেক্সটাইল ক্যাম্পাসগুলোর সাথে যূথবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে আইটিইটির নানান কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছি ও তাদের মূল স্রোতধারায় প্রবেশ করে আইটিইটির শক্তিকে আরো বেগবান করার লক্ষ্যে ভূমিকা রাখছি।

এ সূত্রে, আমরা নোয়াখালী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্রদের আইটিইটির সদস্যপদ প্রাপ্তির পথ সুগম করেছি, এবং পাশকৃত শিক্ষার্থীদের একটা সিংহভাগ এই সদস্যপদ গ্রহণ ও তা আনুষ্ঠানিকভাবে আইটিইটির কাছে জমা দেয়ার জন্য প্রস্তুত। এ লক্ষ্যে আসন্ন ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি ও সহ-সভাপতির উপস্থিতি এই সদস্যপদ সংগ্রহে আরো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করবে।

সকলের অবগতির জন্য উল্লেখ্য, নোয়াখালী টেক্সটাইল প্রকৌশলীদের সার্বিক কল্যাণ ও বিকাশের স্বার্থে দেশের সর্ববৃহৎ এই টেক্সটাইল সংগঠনের সাথে একাত্মতা আমাদের জন্য এক অবিস্মরণীয় অর্জন। এবং এটি অতি অবশ্যই আমাদের যোগ্যতারই মূল্যায়ণ কারণ বর্তমান আইটিইটি এক্ষেত্রে মেধাবান্ধব ও বৈষম্যহীনতায় বিশ্বাস করে। তাদের সংগঠনে রয়েছে তরুণ তূর্কীদের নেতৃত্ব। যা ইতিমধ্যে ব্যতিক্রম ও অনন্যতার নজির স্থাপন করেছে।

টেকনা বিশ্বাস করে, ভবিষ্যতে নোয়াখালী টেক্সটাইলের নেতৃত্বের একটি উল্লেখযোগ্য অংশ আইটিইটির নেতৃত্বে আসবে এবং সে জন্য আমাদের অবশ্যই ও অতি শীঘ্রই মহাসমাারোহে আইটিইটির সদস্যপদ গ্রহণ করতে হবে।
পরিশষে, বিনীতভাবে বলতে চাই, ২৪ শে মে’র ইফতার মাহফিলটি সফল ও উজ্জ্বল করতে ১ম ব্যাচ হতে ১২ তম ব্যাচের প্রায় অর্ধসহস্র প্রকৌশলী সোৎসাহে এগিয়ে আসি এবং একতা ও ভ্রাতৃত্বের নির্মোহ নিদর্শন স্থাপন করি।
আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করি।
জয় টেকনা
জয় আইটিইটি

Related Articles

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য বৃত্তি সুযোগ অন্বেষণ

অনুদান এবং বৃত্তি নিশ্চিত করা আন্তর্জাতিক শিক্ষা অর্জনের আর্থিক বোঝাকে উল্লেখযোগ্যভাবে উপশম করতে পারে। একটি সাধারণ ভুল ধারণা থাকা সত্ত্বেও যে আন্তর্জাতিক ছাত্রদের জন্য স্কলারশিপ…

অ্যালামনাই: শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এবং সাফল্যের চাবিকাঠি

অ্যালামনাই যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অমূল্য সম্পদ। তারা প্রতিষ্ঠানের ঐতিহ্য, সাফল্য এবং সুনামের প্রতীক। একটি দৃঢ় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলার মাধ্যমে, প্রতিষ্ঠানগুলি এই সম্পদকে কাজে…

অ্যালামনাই অ্যাসোসিয়েশন: আপনি একা এটি করতে পারলেও কেন গুরুত্বপূর্ণ

অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলি দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অংশ, স্নাতক এবং তাদের আলমা মেটারের মধ্যে সেতু হিসেবে কাজ করে। তবুও, ডিজিটাল সংযোগ এবং ব্যক্তিগত উদ্যোগের…

ইফতার মাহফিল ২০১৯

প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও টেকনা এর ইফতার মাহফিল ২০১৯ সফল করার জন্য টেকনা সকল সম্মানিত অতিথিবৃন্দ, প্রেস সাংবাদিকবৃন্দ, সকল সদস্য ও চলমান ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা…

বৈশ্বিক পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশ ভিয়েতনামের সাথে ব্যবধান বাড়াচ্ছে

বৈশ্বিক পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশ তার ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের সাথে ব্যবধান বাড়িয়েছে এবং চীনের পর পোশাকের সরবরাহকারী হিসেবে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো…

Responses

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

× Chat