আইটিইটি এর ইফতার

গতকাল বিকেলে আইটিইটি এর আসন্ন ইফতার নিয়ে সব ক্যাম্পাসের জরুরী মিটিং ডাকা হয়েছিল।এবার আইটিইটি ইফতারে আয়োজনে আমরা সরাসরি অংশগ্রহন করছি। তাই সবাইকে ইফতারে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি ।

তারিখঃ ১৭ মে ২০১৯
সময়ঃ ৫-৮ টা
স্থানঃ গলফ ক্লাব, বিশ্বরোড, ঢাকা ১২০৬
ফিঃ কোন ফি নাই।

তথ্যের জন্য যোগাযোগ (সমন্বয়ক কমিটি)
রুবেল(১ম ব্যাচ), জিকু(২য় ব্যাচ), তারেক(৩য় ব্যাচ), প্রনব(৪র্থ ব্যাচ), নির্জর(৫ম ব্যাচ), ফাহিম(৬ষ্ঠ ব্যাচ), তারেক(৭ম ব্যাচ) , তানিম(৮ম ব্যাচ ও রানিং)

বি দ্রঃ ১৫ তারিখের মধ্যে উপস্থিতি কমেন্ট/ মেসেঞ্জারে উপস্থিতি নিশ্চিত করুন। ইফতার আয়োজনের সুবিধার্থে লিস্টটি আইটিইটিকে পাঠাবো

https://m.me/tecn.alumni

ইফতারে থাকতে মেম্বার হওয়া লাগবে না। এই সুযোগ নতুন হিসেবে এবারের মত থাকবে।

Related Articles

অ্যালামনাই: শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এবং সাফল্যের চাবিকাঠি

অ্যালামনাই যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অমূল্য সম্পদ। তারা প্রতিষ্ঠানের ঐতিহ্য, সাফল্য এবং সুনামের প্রতীক। একটি দৃঢ় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলার মাধ্যমে, প্রতিষ্ঠানগুলি এই সম্পদকে কাজে…

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য বৃত্তি সুযোগ অন্বেষণ

অনুদান এবং বৃত্তি নিশ্চিত করা আন্তর্জাতিক শিক্ষা অর্জনের আর্থিক বোঝাকে উল্লেখযোগ্যভাবে উপশম করতে পারে। একটি সাধারণ ভুল ধারণা থাকা সত্ত্বেও যে আন্তর্জাতিক ছাত্রদের জন্য স্কলারশিপ…

বাংলাদেশে বন্যা পরবর্তী পদক্ষেপ এবং নির্দেশিকা

বাংলাদেশে বন্যা একটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগ, যা জীবিকা, ঘরবাড়ি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি করে। বন্যার পানি নামার পর অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।…

ইন্টার্নশিপ গাইডলাইন।। পার্ট ১ || Factory Selection

সামনেই আমাদের অষ্টম ব্যাচের ইন্টার্ন। গতবছরে এই সময়ে যখন আমাদের ইন্টার্ন আসলো তখন ইন্টার্নে যাওয়ার আগে কিংবা ইন্টার্ন এ ঢুকে আমাদের করনীয় কি তা সম্পর্কে…

কার্যনির্বাহী কমিটির প্রথম মিটিং সম্পন্ন

গত ১৯ মে ২০১৭ শুক্রবার কার্যনির্বাহী কমিটির প্রথম মিটিং-এ কমিটি নিন্মোক্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করেছেন, ইফতার পার্টিঃ এবারের ইফতার পার্টি রমজানের ২য় শুক্রবার…

Responses

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।